মধ্যেম আয়ের দেশের জন্য সব উদ্যোগ গ্রহণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
আগামী ২০২১ সালের মধ্যে মধ্যেম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আর টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য শিল্পায়নের পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেন ব্যবসায়িক নেতারা।
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এর জন্য অবকাঠামো উন্নয়নের সঙ্গে দক্ষ শ্রমবাজার তৈরি এবং গবেষণার প্রয়োজন রয়েছে।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এসব কথা।
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে সোমবার সিরডাপ মিলনায়তনে 'টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
অর্থনীতির প্রকৃত উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই এজন্য প্রচুর অর্থের প্রয়োজন বলে জানান ব্যবসায়িক নেতারা।
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, এজন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা প্রয়োজন।